ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আবারও এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মার্চ ৪, ২০১৯
আবারও এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট এশিয়ান গেমসে ক্রিকেট। ছবি: সংগৃহীত

সবশেষ ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছিলো ক্রিকেট। তবে আবারও তা ফেরানো হচ্ছে। ২০২২ সালে চীনের হ্যাংঝৌতে এশিয়ান গেমসের ১৯তম আসরে অন্তর্ভূক্ত হবে টি-টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেট।

রোববার (০৩ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) এক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ওসিএর ভাইস প্রেসিডেন্ট রণধীর সিং বার্তা সংস্থা পিটিআইকে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, ২০২২ হ্যাংঝৌ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ২০১০, ২০১৪ এশিয়ান গেমসে অংশ নেয়নি ভারতীয় ক্রিকেট দল। এক পর্যায়ে ক্রিকেট দলগুলোর অনীহার কারণ দেখিয়ে ২০১৮ সালে বাদ দেওয়া হয় ক্রিকেট। তবে আবারও ক্রিকেটকে অন্তর্ভূক্ত করায় ভারত ও অন্যান্য দলগুলো স্বাগতম জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।