ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তানজিদ ঝড়ে জয়ে শুরু উত্তরার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
তানজিদ ঝড়ে জয়ে শুরু উত্তরার তানজিদ হাসান

জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে যাত্রা শুরু করেছে উত্তরা স্পোর্টিং ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ব্যাট হাতে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে উত্তরার জয়ের নায়ক তানজিদ হাসান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ২৫ রানে মধ্যে তিন উইকেট হারায় খেলাঘর।

এরপর রাফসান ও মুমিনুল ইসলাম পরিস্থিতি কিছুটা সামাল দেন।  

রাফসান ২৮ ও মুমিনুল ২০ রান করে আউট হন। উত্তরা স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৭ উইকেটে ১০৯ তোলে খেলাঘর।  

বল হাতে ২ ওভারে মাত্র ৫ রান খরচে ২ উইকেট তুলে নেন উত্তরার সাজ্জাদ হোসেন। সমান ওভারে মাত্র ৬ রান খরচে ১ উইকেট নেন নাইমুল ইসলাম। এছাড়া ২ উইকেট নেন আব্দুর রশিদ আর ১টি করে উইকেট যায় নাহিদ হাসান ও মোহাইমিনুল খানের ঝুলিতে।
 
১১০ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় উত্তরা স্পোর্টিং ক্লাব। তবে চতুর্থ উইকেটে তানজিদ ও মিনহাজ সেই ধাক্কা সামাল দেন। ৮৩ রানে জুটি গড়ে ম্যাচটিকে হাতের নাগালে নিয়ে আসেন তারা। তবে তানজিদ বেশি মারমুখী ছিলেন।  

দলীয় ১০৫ রানে মিনহাজ ২৮ রান করে আউট হন। তবে তানজিদের ৫৭ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় উত্তরা স্পোর্টিং ক্লাব। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেন ৫ চার ও ৩ ছক্কা হাঁকানো তানজিদ।

বল হাতে ৪ ওভারে ২৩ রান খরচে ৩ উইকেট নেন খেলাঘরের রবিউল হক। বাকি উইকেটটি নেন ইরফান হোসাইন।
 
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।