ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

১০ রানে অলআউট অস্ট্রেলিয়ান দল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, ফেব্রুয়ারি ৬, ২০১৯
১০ রানে অলআউট অস্ট্রেলিয়ান দল! রোক্সানে ভ্যান-ভিন দুই ওভারে এক মেডেনসহ মাত্র এক রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট

আধুনিক যুগের ক্রিকেটে মাত্র ১০ রানে অলআউট, তাও আবার অস্ট্রেলিয়ান কোনো দলের! খটকা লাগলেও এটিই সত্যি। অস্ট্রেলিয়ার নারী ডিভিসন ন্যাশনাল ইনডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নসশিপের দ্বিতীয় রাউন্ডের ঘটনা। যেখানে নিউ সাউথ ওয়েলসের কাছে প্রথম ইনিংসে মাত্র ১০ রানে গুটিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়ান নারী দল।

আরও মজার ব্যাপার হচ্ছে দলীয় এই ১০ রানের মধ্যে ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে। যার সবকটিই ওয়াইড।

আর বাকি ৪ রান একাই করেছেন ওপেনার ফেবি ম্যানসেল। তার নিচে বাকিরা সবাই ছিলেন শূন্য রানে। সংখ্যাগুলো এমন ছিল, ৪, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০, ০।

নিউ সাউথ ওয়েলসের হয়ে বোলার রোক্সানে ভ্যান-ভিন দুই ওভারে এক মেডেনসহ মাত্র এক রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। এছাড়া নাওমি উড দুটি বল করেই দুটি উইকেট লাভ করেন।

সাউথ অস্ট্রেলিয়া আবার ১০ রানে অলআউট হলেও খেলেছে ১০.২ ওভার। ম্যানসেল চার রানের বিপরীতে খেলেন ৩৩টি বল। জবাবে ব্যাট করতে নেমে ২.৫ ওভারে ১১ রান তুলে ৮ উইকেটের জয় পায় নিউ সাউথ ওয়েলস।

সাউথ অস্ট্রেলিয়ান ওপেনার সেই ম্যানসেলই বল করে দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।