ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাবর্তনে আশরাফুলের ৩ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, জানুয়ারি ৫, ২০১৯
প্রত্যাবর্তনে আশরাফুলের ৩ রান প্রত্যাবর্তনটা সুখকর হলো না আশরাফুলের-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

পাঁচ বছর আগে সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা গেছে ঢাকা গ্লাডিয়েটর্সের জার্সিতে। মাঝে পাঁচ বছর কাটান নিষেধাজ্ঞা। আবারও সেই পরিচিত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি। কিন্তু পাঁচ বছর পর প্রত্যাবর্তনে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে এলো মাত্র ৩ রান।

নিষেধাজ্ঞা শেষ হয়েছে আরো আগেই। খেলে ফেলেছেন ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

নিষেধাজ্ঞা শেষে প্রথমবার নামলেন বিপিএলে। কিন্তু চিটাগং ভাইকিংসের জার্সিতে ৩ রানের বেশি এলো না তার ব্যাট থেকে। এই রান করতে খেললেন মাত্র ৫ বল।

মাঠে দুই পুরনো বন্ধু মাশরাফি ও আশরাফুলের দুষ্টুমি-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজপ্রথমে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার একটি বলের মুখোমুখি হয়ে করেন এক রান। পরের ওভারে শফিউল ইসলামের বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।