ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে অংশ নিচ্ছে না চিটাগং ভাইকিংস!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪২, অক্টোবর ২, ২০১৮
বিপিএলে অংশ নিচ্ছে না চিটাগং ভাইকিংস! চিটাগং ভাইকিংস। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ষষ্ঠ আসরে অংশ নিচ্ছে না বন্দর নগরীর দল চিটাগং ভাইকিংস। তবে বিপিএল অফিসিয়ালরা ফ্র্যাঞ্চাইজিটিকে টুর্নামেন্টে ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিপিএল গভর্নিং কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  শেখ সোহেল সোমবার ( ১ অক্টোবর) বাংলানিউজকে বলেন, ‘হ্যাঁ, ই মেইলে জানিয়েছে যে তারা আর বিপিএলে অংশ নেবে না। তবে আমরা দলের স্বত্বাধীকারীর জন্য অপেক্ষা করছি।

গেল ৫ বছরই তারা আমাদের সাথে ছিল। আমরা আশা করছি তারা আমাদের অনুরোধ রাখবে। ' 

ফ্র্যাঞ্চাইজিটির টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আঁচ করা গিয়েছে যখন শেষ দিনেও তারা প্লেয়ার রিটেনশনের তালিকা বিসিবিতে জমা দেয়নি। অর্থাত গেল আসরের কোন চার প্লেয়ারকে ষষ্ঠ আসরের জন্য ধরে রাখেছে সেই তালিকাটি পাঠায়নি তারা।  

উল্লেখ্য, প্লেয়ার রিটেনশনের শেষ তারিখ ছিল ৩০  সেপ্টেম্বর।  

নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘আমার মনে হয় না নতুন ফ্র্যাঞ্চাইজি পাওয়া সম্ভব হবে। সেই ক্ষেত্রে ৬ দল নিয়েই আমরা টুর্নামেন্ট আয়োজন করবো। ’

২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর। প্রাথমিকভাবে অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা পিছিয়ে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।