ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

২৭-২৮ জানুয়ারি আইপিএল’র নিলাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, ডিসেম্বর ২০, ২০১৭
২৭-২৮ জানুয়ারি আইপিএল’র নিলাম ছবি:সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ২৭-২৮ জানুয়ারি নিলামটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অধিকাংশ ক্রিকেটারকেই নিলামে দেখা যাবে। এ বছর নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিরা অনেক বেশি অর্থ ব্যয় করতে পারবে।

কারণ, ক্রিকেটারদের ভিত্তি দর পরিবর্তিত হয়েছে। আগে একটা ফ্র্যাঞ্চাইজি ৬৬ কোটি টাকা খরচ করতে পারত। সেটা বেড়ে হয়েছে ৮০ কোটি টাকা।

নতুন নিলামে আটটি দল ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দু’জন বিদেশি এবং দু’জন জাতীয় দলে না খেলা ভারতীয় ক্রিকেটার রাখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।