ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে নিল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩১, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সিরিজ জিতে নিল প্রোটিয়ারা ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে লঙ্কানদের সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় পেল স্বাগতিকরা।

সফরকারীদের করা ১৬৩ রানের জবাবে তিন উইকেট হারিয়ে ও ১০৮ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবি ডি ভিলিয়ার্স বাহিনী।

স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক ডি ভিলিয়ার্সের অর্ধশতকে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

৬১ বলে পাঁচ চারে ৬০ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৮ রানে অপরাজিত থাকেন জেপি ডুমিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার হাশিম আমলা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপে ১৬৩ রানে বেশি করতে পারেনি লঙ্কানর। উদ্বোধনী জুটিতে নিরোশান দিকওয়েলা ও উপল থারাঙ্গা ৬০ রান তোলে। তবে এই জুটি ভাঙনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন দিকয়েলা।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ডোয়েন প্রিটোরিয়াস। আর দুটি করে উইকট পান কাগিসো রাবাদা, অ্যান্ডিল পেহলুকওয়ে ও ইমরান তাহির।

সাত ফেব্রুয়ারি কেপ টাউনে সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।