ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বরগুনায় কেপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বরগুনায় কেপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আটটি দলের জমজমাট আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস একাদশ

বরগুনা: ‘যুবক ভাইদের বলি, মাদক ছেড়ে খেলাধুলা করি’ এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা সদর উপজেলা মাঠে কেজি স্কুল প্রিমিয়ার লীগ (কেপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরগুনা ইউটিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

তরুণ উদ্যোক্তা ও সমাজ সেবক আরিফ খানের উদ্যোগে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে কলেজ চত্বর ও ফ্রেন্ডস একাদশ।

আটটি দলের জমজমাট আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস একাদশ।  

ডিকেপি ক্রীড়া চক্রের আয়োজনে ১৭ জানুয়ারি থেকে আটটি দলকে নিয়ে যাত্রা শুরু করে এ টুর্নামেন্ট।

সাবেক ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন মকবুলের সভাপতিত্বে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি পৌর মেয়র মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আতাউর রহমান বাবুল, মনিরুজ্জামান জামাল ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রকিব প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, তারিকুল ইসলাম জুয়েল ও সাইদুল জামান সজিব।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।