ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, জানুয়ারি ১৫, ২০১৭
দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে চলতি সফরে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা পেসার মোস্তাফিজুর রহমানের সাদা পোশাকে ফেরা হচ্ছে না।

ওয়েলিংটনে প্রথম টেস্টে দারুণ খেলছে টাইগাররা। ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের ওপর এক কথায় আধিপত্য বিস্তার করেই লড়ছে সাকিব-মুশফিকরা।

ফলে দ্বিতীয় টেস্টে আর কোনো পরিবর্তন আনতে চাননি নির্বাচকরা।

তবে মোস্তাফিজের ব্যাপারটি ভিন্ন। আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে একমাত্র টেস্টে তাকে খেলানোর জন্যই হয়তো এ ম্যাচেও বিশ্রাম দেওয়া হয়েছে। ভারত সফরের ঘোষিত প্রাথমিক দলেও আছেন তিনি।

এদিকে প্রথম টেস্টে আঙ্গুলে চোটের কারণে উইকেটরক্ষক হিসেবে থাকতে পারেননি মুশফিকুর রহিম। হয়তো দ্বিতীয় টেস্টেও উইকেটের পেছনে দাঁড়াতে পারবেন না তিনি। আর তার বদলি হিসেবে ইমরুল কায়েসও চোট পেয়ে হাসাপাতালে গেছেন। ফলে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের।

আগামী শুক্রবার (২০ জানুয়ারি) ক্রাইস্টচার্চে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।  

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশীষ রায়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।