ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত ভারতকে ‘কুরে কুরে খাবে’: শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, সেপ্টেম্বর ২৯, ২০২৫
ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত ভারতকে ‘কুরে কুরে খাবে’: শোয়েব মালিক সংগৃহীত ছবি

এশিয়া কাপ জয়ের পর ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের জন্য ভারতীয় দলকে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত।

 

কিন্তু ট্রফি গ্রহণের সময় তারা তা প্রত্যাখ্যান করে, কারণ সেটি প্রদান করতে এসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বটে।

ভারতীয় দলের আপত্তির পর নকভি ট্রফিটি নিজের হোটেলে নিয়ে গেছেন বলে জানা যায়। এ প্রসঙ্গে মালিক বলেন, ‘খেলোয়াড়রা কত চাপের মধ্যে থেকে খেলেছে, কত কষ্ট করেছে, তীব্র গরমে মাঠে নেমেছে। তারা এত পরিশ্রম করেছে কেন? কাপ জেতার জন্য। আর সেই ট্রফি জেতার পর সেটি নিতে গেলই না! এমন তো হতে পারে না। ’

তিনি আরও যোগ করেন, ‘আজকে হয়তো তারা এটা উদ্‌যাপন করছে। কিন্তু কয়েক বছর পর এ সিদ্ধান্ত তাদের কুরে কুরে খাবে। তখন মনে পড়বে, আমরা কাপ জিতেছিলাম, এত কষ্ট করেছিলাম, অথচ ট্রফিটাই নিলাম না। একজন ক্রীড়াবিদের আসল কাজ হলো মাঠে নামা, সর্বোচ্চ চেষ্টা করা এবং শেষে অর্জনকে গ্রহণ করা। ’

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য ম্যাচ শেষে বলেন, ‘আমি কখনো দেখিনি কোনো চ্যাম্পিয়ন দল ট্রফি পায় না। আমরা ট্রফি পাওয়ার যোগ্য ছিলাম। তবে আসল ট্রফি হলো আমার সতীর্থরা—এই ১৪ জন সবসময় আমার মনে থাকবে। ’

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র দাবি, নকভির সাম্প্রতিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টই ভারতীয় দলের ক্ষোভ বাড়িয়েছে। ফাইনালের আগে তিনি এক পোস্টে পাকিস্তানি ক্রিকেটারদের যুদ্ধবিমানসদৃশ পোশাকে দেখানো একটি ছবি শেয়ার করেন। এমনকি টুর্নামেন্ট চলাকালে তিনি একবার ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে বিমান বিধ্বস্ত হওয়ার ইঙ্গিত ছিল।  

তাছাড়া পাকিস্তানের পেসার হারিস রউফ মাঠে একবার হাত দিয়ে ‘ভারতের’ যুদ্ধবিমান ভূপাতিত করার ইঙ্গিত করেন। এরপর আঙুল দিয়ে ‘৬-০’ অর্থাৎ ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার ইশারা করেন তিনি। তার সতীর্থ পাকিস্তানি ওপেনার ফারহান সাহিবজাদা ফারহান ফিফটির পর ‘বন্দুক দিয়ে গুলি’ করার ভঙ্গি করেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় দল ও সমর্থকরা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ