ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিলেটে বৃষ্টির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, এপ্রিল ২২, ২০২৫
সিলেটে বৃষ্টির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে

বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছিল। অবশেষে বৃষ্টি থেমেছে এবং খেলাও শুরু হয়েছে।

 

গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে আজকের মতো এত বৃষ্টি হয়নি। টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। যে কারণে লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। বিরতির পর মাঠ উপযোগী হওয়ায় দ্বিতীয় সেশন শুরু হয় সময়মতোই।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে এখনো ১৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ২৭৩ রান, পেয়েছে ৮২ রানের লিড।  

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৫৭ রান। ২৫ রানে পিছিয়ে থেকে আজ দিন শুরু করে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।