ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জ্যোতির সেঞ্চুরি, শারমিনের ৯৪ রানে বাংলাদেশের ২৭১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, এপ্রিল ১০, ২০২৫
জ্যোতির সেঞ্চুরি, শারমিনের ৯৪ রানে বাংলাদেশের ২৭১ ছবি: সংগৃহীত

ইশমা তানজিমকে হারিয়ে ইনিংস শুরু হলেও বাকিরা লড়লেন বীরধর্পে। ফিফটির দেখা পেলেন ফারজানা হক।

আর তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়লেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার। জ্যোতি সেঞ্চুরি পূর্ণ করলেও শারমিনের আক্ষেপ ছয় রানের। দারুণ ব্যাটিংয়ে তারা বাংলাদেশকে এনে দিলেন বড় সংগ্রহ।  

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ পাকিস্তানের লাহোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।  

চতুর্থ ওভারে ৮ রানে তানজিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন শারমিন ও ফারজানা। ১৪১ বলে তারা যোগ করেন ১০৪ রান। ৭৫ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৩ রানে ফারজানা বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর শারমিনকে সঙ্গ দেন জ্যোতি। দ্রুত ব্যাট চালাতে থাকেন তিনি।  

৭৫ বলে পঞ্চাশ স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শারমিন। তবে এর আগেই দ্রুত রান তুলে শতক পূর্ণ করে নেন জ্যোতি। ৭৮ বলে তিনি শতক পূর্ণ করে অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৮০ বলের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও এক ছক্কায়। অপরপ্রান্তে থাকা শারমিন ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাদের ১৩৮ বলে ১৫২ রানের জুটিটি বাংলাদেশের যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।