ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সিলেটে পৌঁছেছে ভারতের নারী ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তারই প্রস্তুতি হিসেবে এফটিপির বাইরে গিয়ে এই সিরিজ আয়োজন করা হচ্ছে।  

সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। প্রথম দুটি ম্যাচ ও শেষ ম্যাচটি হবে দিবা-রাত্রির। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে বেলা ২ টায়। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ এপ্রিল। একদিন বিরতি দিয়ে একই সময়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২, ৬ ও ৯ মে।

গত বছরের জুলাইয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। এর আগে গত সপ্তাহে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে তারা।

বাংলাদেশের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

ভারতের স্কোয়াড:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দায়ালান হেমালাথা, সানজানা সাজিভান, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রেকার, আমানজত কৌর, শ্রেয়ানকা পাটিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এএইচএস

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।