ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিশ্রামের থেকে খেলেই ফিট থাকতে চেয়েছেন শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
বিশ্রামের থেকে খেলেই ফিট থাকতে চেয়েছেন শরিফুল

আবাহনীর শিরোপা এখন প্রায় নিশ্চিত। সুপার লিগের বাকি চার ম্যাচে কেবল একটি জয় দরকার এখনও অবধি কোনো ম্যাচ না হারা দলটির।

তারকাবহুল দলটিতে জাতীয় দলের ব্যস্ততার পর নিয়মিতই খেলছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুজন পারফর্মও করছেন।  

৪ ম্যাচ খেলেই দশ উইকেট পেয়েছেন শরিফুল। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন তিনি। সামনে আবার বিশ্বকাপও আছে। এই অবস্থায় তাকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনও। তবে খেলেই ফিট থাকতে চেয়েছেন শরিফুল।  

সোমবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘স্যার আমাকে বলছিল তুমি যদি বিশ্রাম চাও, তো বিশ্রাম নিতে পারো। আমি বলছিলাম স্যার ঈদের পর যেহেতু খেলা নাই, আরও দুয়েকটা ম্যাচ খেললে হয়তো ফিটনেসটা আরও ভালো থাকবে। তো আমি খেলতে চাই। ইন শা আল্লাহ পরের ম্যাচে চিন্তা আছে আমি যেন বিশ্রাম নিতে পারি। ’ 

বিশ্রামের ব্যাপারে তিনি বলেন, ‘যেহেতু খেলতেছি। খেলার মধ্যে থাকলে ভালো। কিছুদিন আগে ভালো কয়েকদিন বিশ্রাম পেয়েছিলাম।  তখন আসার পর একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় অনুশীলনে থাকলে আরও ভালো। ’ 

ডিপিএলের সুপার লিগ শুরু হওয়ার আগে প্রচণ্ড গরমের কারণে অস্বস্তির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ক্রিকেটারদের খেলতে হচ্ছে। পেসারদের জন্য কাজটা বেশ কঠিন। তবে গরম নিয়ে খুব বেশি চিন্তাই করেননি বলে জানিয়েছেন শরিফুল।

তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক গরম। আমাদের ওভাবেই খেলতে হবে গরমের মধ্যে। যেহেতু খেলাটা চলতেছে। আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম। হয়তো চিন্তা করলে আরেকটু বেশি গরম লাগতো। আমাদের মাইন্ডে ছিল দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাবো। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।