ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফিরেই মাশরাফির ৫ উইকেট, রূপগঞ্জের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
ফিরেই মাশরাফির ৫ উইকেট, রূপগঞ্জের সহজ জয়

রাজনৈতিক ব্যস্ততার কারণে মাঝপথেই ছেড়ে যান বিপিএল। প্রায় দুই মাস বাদে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরলেন মাশরাফি বিন মুর্তজা।

ফিরেই দেখালেন বুড়ো হাড়ের ভেলকি।  ৮ ওভারে স্রেফ ১৯ রান খরচে শিকার করেন ৫ উইকেট। তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জও পায় সহজ এক জয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে  আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৬ উইকেটে হারায় রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের কাছে ১৩৬ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ। তাড়া করতে নেমে সেই রান ১৩২ বল হাতে রেখে পাড়ি দেয় রূপগঞ্জ।  

গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। তার সঙ্গে ৪০ রানের জুটি গড়া প্রীতম কুমারকে নিজের প্রথম শিকারে পরিণত করেন মাশরাফি। গুটি গুটি পায়ে রান-আপ নিলেও বল সঠিক লাইন-লেংথে ফেলতে কোনো ভুল করেননি। এরপর একে একে সাজঘরের পথ দেখান সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজুর রাব্বিকে।

লিস্ট 'এ' ক্রিকেটে এটি মাশরাফির অষ্টম ফাইফার। আরও একবার ম্যাচে পাঁচ উইকেট নিলেই ছুঁয়ে ফেলবেন সাবেক সতীর্থ ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাকের কীর্তিকে। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ফাইফার নিয়েছেন রাজ্জাক।

মাশরাফি ছাড়াও রূপগঞ্জের হয়ে আব্দুল হালিম দুটি, নিহাদউজ্জামান ও অধিনায়ক শুভাগত হোম নেন একটি করে উইকেট। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি রূপগঞ্জকে। যদিও ৪৪ রানের উদ্বোধনী জুটির পর দ্রুত ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৪৭*) ও শামীম পাটোয়ারী (২৬*)।

চার ম্যাচে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রূপগঞ্জ। অন্যদিকে চার ম্যাচ খেলতে নেমে আসরে এটিই গাজী গ্রুপের প্রথম হার। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।