ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, একাদশে বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, একাদশে বাবর

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে রংপুর রাইডার্স। সেই লক্ষ্যে টস জিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

চোখের সমস্যার কারণে এই ম্যাচে খেলছেন না তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে একাদশে আছেন পাকিস্তানের বাবর আজম।

একাদশে পরিবর্তন এনেছে সিলেটও। হ্যারি টেক্টরের জায়গায় লঙ্কান স্পিনার দুশান হেমন্থকে নিয়েছে তারা।

রংপুর একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, শেখ মাহাদী, শামীম হোসেন, হাসান মুরাদ, রিপন মণ্ডল, হাসান মাহমুদ, বাবর আজম, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই ও ব্রেন্ডন কিং।

সিলেট একাদশ: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, দুশন হেমন্থ, বেন কাটিং, মাশরাফি বিন মর্তুজা (অধিয়ানায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম অপু, রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।