ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, অক্টোবর ১৩, ২০২৩
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু এরপর ইংল্যান্ডের কাছে স্রেফ বিধ্বস্ত হয়েছে টাইগাররা।

তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।  

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ