ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘এ’ দলের ব্যাটাররা, আশা দীপুকে নিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘এ’ দলের ব্যাটাররা, আশা দীপুকে নিয়ে

আফিফ হোসেনের নেতৃত্বে তিনটি চারদিনের ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে এখন অবধি আশা জাগানিয়া কিছু করতে পারেননি ব্যাটাররা।

প্রথম ম্যাচে বৃষ্টির কারণে লম্বা সময় খেলা হয়নি, কোনো রকমে ড্র করে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ পরে ফলো অনে। ওই ম্যাচের কোনো ইনিংসেই ব্যাটাররা পাননি সেঞ্চুরির দেখা। ক্যারিবীয় বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন তারা, পারেননি গতি বা বাউন্সের সঙ্গেও। ‘এ’ দলের ব্যাটাররা হতাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনকেও।

তিনি বলেন, ‘প্রত্যাশা একটু বেশিই ছিল। এই দলে কিন্তু কিছু বর্তমান ক্রিকেটার ও কিছু ভবিষ্যৎ ক্রিকেটার খেলছেন। তাদের কাছে ফোর ডে ম্যাচের ব্যাটিং প্রত্যাশা একটু বেশি ছিল। অবশ্যই বলতে হবে, আমরা যথেষ্ট পাই নাই। কিন্তু আরও একটা ইনিংস, ম্যাচ বাকি আছে। আশা করি, আমাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে। ’

দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য দারুণ এক ইনিংস খেলেছেন শাহাদাৎ হোসেন দীপু। এই ব্যাটার বল ছেড়েছেন, দলের প্রয়োজনে মেলে ধরেছেন নিজেকেও। ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ১২৪ বলে ৭৩ রান করেন দীপু। একমাত্র ব্যাটার হিসেবে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা।

তরুণ এই ক্রিকেটারকে নিয়ে দীপু বলেন, ‘তাকে দেখে গোছানো মনে হয়েছে। লঙ্গার ভার্সনে যে রকম ব্যাটিং করতে হয়, দিপুকে দেখে ওই রকম মনে হয়েছে। ভেরি অরগানাইজড, টেকনিকেও বেশ ভালো। ওর ব্যাটিং বেশ ইম্প্রেসিভ। উইকেটটা কিন্তু অত সহজ ছিল না। কারণ, সিলেটে দুই ম্যাচেই ৬ মিলি গ্রাস রেখেছি। বেশ সিমিং কন্ডিশন। ’

‘এই কন্ডিশনে কে কেমন ব্যাটিং করে দেখার বিষয় ছিল। দিপু তো ভালো ব্যাটিং করছে অনেক দিন ধরেই। আমাদের ফাস্ট ক্লাস ক্রিকেটেও ভালো ব্যাটিং করেছেন। দেখে মনে হচ্ছে, এভাবে চালিয়ে যেতে পারলে ভালো খেলোয়াড় হতে পারে ভবিষ্যতের জন্য। ’

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।