ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

টিম মিটিংয়ে সাকিব বলেন, ‘সবাইকে বিশ্বাস করি’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
টিম মিটিংয়ে সাকিব বলেন, ‘সবাইকে বিশ্বাস করি’ ছবি: শোয়েব মিথুন

১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ফরচুন বরিশাল। ফজলে মাহমুদ রাব্বি খেলেছেন কেবল তিন ম্যাচে।

এর মধ্যে প্রথম দুটিতে সুযোগ পাননি ব্যাট হাতে। খুলনা টাইগার্সের বিপক্ষে ইনিংস উদ্বোধনে পাঠানো হয় তাকে।

৪ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন রাব্বি। এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। জানিয়েছেন, বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন ভরসা রাখার কথা।  

রাব্বি বলেন, ‘সাকিব ভাই সব সময় আমাদের এনকারেজ করেন, যারা আমরা খেলছি কিংবা খেলছি না। ইভেন উনি টিম মিটিংয়ে এটা বলেছেন যে, আমি প্রত্যেককে বিশ্বাস করি, যে কেউ যে কোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ সব সময় হাসিখুশি থাকে। কারো ওপর চাপ নেই। সবাই চেষ্টা করে নিজেদের সেরাটা দেওয়ার। ’

‘প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েছিলাম কিন্তু ব্যাটিংয়ে সুযোগ হয়নি। দলের পরিকল্পনাই ছিল আজ লেফট-রাইট কম্বিনেশন করবে। আমাকে আগেই বলা হয়েছিল যে, তুমি খেললে উপরের দিকে খেলবা। দল থেকে ওই ফ্রিডম দিয়েছে যে তুমি তোমার মতো করে খেলবা। চেষ্টা কর পাওয়ার প্লে’ ব্যবহার করার। করতে পেরেছি। ’

ফরচুন বরিশালের তারকার কমতি নেই। সাকিব তো আছেনই, মেহেদী হাসান মিরাজ-এনামুল হক বিজয়দের মতো জাতীয় দলে নিয়মিত মুখেরাও খেলছেন দলটিতে। রাব্বি বলছেন, বড় দলে খেললে সুবিধা আছে।

তিনি বলেছেন, ‘বড় দলে খেললে হয় কি, নিজের ওপর চাপটা কম থাকে। উনারাই…দায়িত্ব নেওয়ার মানুষ অনেক থাকে। আমাদের যারাই খেলে তারা নিজের মতো করে খেলার চেষ্টা করে যে, তুমি তোমার মতো করে খেল। না হলে সমস্যা নেই। তুমি চেষ্টা করো তাতেই হবে। ’

সঙ্গে কি চাপও থাকে? রাব্বি বলেছেন, ‘আমাদের মেটারই করে না যে উইকেট পড়ল কি পড়ল না। আমাদের পরিকল্পনা থাকে পাওয়ার প্লে টা ব্যবহার করা। সেই সঙ্গে ইনিংসের শেষটাও যেন ভালো হয়। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টাই থাকে একটা ছন্দ নিয়ে খেলার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।