ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জানুয়ারি ৪, ২০২৩
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম ছবি : শোয়েব মিথুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দল নিয়ে এমনিতেই সমালোচনা বেশ। জাতীয় দলের বড় তারকাদের মধ্যে আফিফ হোসেন আছেন দলটিতে।

তাকে নেতৃত্ব দেওয়া ছিল প্রত্যাশিত।  

তবে তারা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ শুভাগত হোমকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

জাতীয় দলের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শুভাগত। ৪ ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন ৩৫ রান। বল হাতে নিয়েছেন দুই উইকেট।  

এমনিতে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা শুভগত হোমের বেশ লম্বা। সব মিলিয়ে ১১৫ ম্যাচ খেলেছেন তিনি, ৯৫ ইনিংসে করেছেন ১২৬৭ রান। এছাড়া বল হাতে পেয়েছেন ৪৪ উইকেট।  

বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ