ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিব এনে দিলেন প্রথম উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, ডিসেম্বর ২৪, ২০২২
সাকিব এনে দিলেন প্রথম উইকেট ছবি : শোয়েব মিথুন

প্রথম বল থেকেই উজ্জ্বীবিত থাকলেন সাকিব আল হাসান। বল লেগেছিল শুভমন গিলের প্যাড, সাকিবের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফউদ্দৌলা ইবনে সৈকত।

এক মুহূর্তও দেরি করলেন না রিভিউ নিতে। যদিও পরে দেখা গেল স্টাম্পে হিট করেনি।  

পরে ওই ওভারের শেষদিকে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল হকের কাছে ক্যাচ গিয়েছিল, ধরতে পারেননি তিনি। এক ওভার পর সাকিব বোলিংয়ে এলেন আবারও। এবার তিনি তুলে নিলেন লোকেশ রাহুলের উইকেট।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সফরকারীদের সামনে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে করেছে ৪ রান।  

ইনিংসের তৃতীয় ওভারে এসে বাংলাদেশকে উইকেট এনে দেন সাকিব আল হাসান। তার টার্ন করা বল রাহুলের ব্যাটের কানায় লাগে, উইকেটের পেছনে ভালো ক্যাচ ধরেন নুরুল হাসান সোহান। ৭ বলে ২ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক।  

বাংলাদেশ সময় : ১৫৪৯ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ