ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

দিনাজপুরে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
দিনাজপুরে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

ঢাকা: সম্প্রতি মেসার্স জাফর মেশিনারিজ, এসিআই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে দিনাজপুরে তার যাত্রা শুরু করলো। কলেজ রোড, বীরগঞ্জ, দিনাজপুরে অবস্থিত ফোটনের শো-রুমে সেলস, সার্ভিস ও যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে।

 

ফোটনের ১ টন, ১.২ টন, ১.৫ টন, ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সব ভারি যান এ শো-রুমে পাওয়া যাবে। ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলি, ডিলার জাফর ইকবাল, বীরগঞ্জ কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রশিদ, এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অসংখ্য গ্রাহক ও শুভার্থীরা।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এ পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। ২০১৯ সাল থেকে এসিআই মটরস একমাত্র পরিবেশক হিসেবে ফোটনের বিভিন্ন বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে। কৃষি যান্ত্রিকীকরণের যাবতীয় সমাধান দেওয়া ছাড়াও প্রতিষ্ঠানটি কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ও ইয়ামাহা মোটরসাইকেলের ব্যবসা পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad