ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

বিশ্বকাপে মিনিস্টারের দেশ কাঁপানো অফার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
বিশ্বকাপে মিনিস্টারের দেশ কাঁপানো অফার

ঢাকা: আর মাত্র দুই মাস বাকি। তার পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।

আর প্রথমবারের মতো এই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। বিশ্বকাপে শিরোপা জয়ের ফেবারিট কোন দল অথবা অন্য কোন দল কত দূর যেতে পারে এসব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে পুরো ফুটবল বিশ্বেই। আসন্ন বিশ্বকাপকে রোমাঞ্চিত ও দেশজুড়ে বিশ্বকাপের উত্তেজনা বাড়াতে জনপ্রিয় ও দেশীয় পণ্যের সমাহার নিয়ে গড়ে ওঠা মিনিস্টার গ্রুপ নিয়ে এসেছে দেশ কাঁপানো অফার! 

এ অফারের মাধ্যমে মিনিস্টারের যেকোনো পণ্য কিনলেই গ্রাহক পাচ্ছে বিশেষ স্ক্র্যাচ কার্ড, যা ঘষে পেয়ে যেতে পারেন কাতার ভ্রমণের এয়ার টিকিট। তাছাড়া ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ তো থাকছেই। এছাড়াও নগদ ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব পুরস্কার পাওয়া যাবে মিনিস্টারের পণ্য কিনে।

গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মিনিস্টারের এই অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শো-রুমে ও কিনে নিন আপনার পছন্দের মিনিস্টার পণ্যটি।

বিশ্বকাপের এই অফারের বিষয়ে মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড কে এম জি কিবরিয়া বলেন, আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে নিয়ে ইতোমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বিশ্বকাপের উত্তেজনা বাড়াতে মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে দেশবাসীর জন্য নিয়ে এসেছে দেশ কাঁপানো অফার। যার মাধ্যমে মিনিস্টারের পণ্য কিনে এই সুযোগ নিতে পারবে গ্রাহকরা।

এদিকে, এলইডি টিভি, ফ্রিজ, এসিসহ ইলেকট্রনিকস বিভিন্ন পণ্য ক্রয়ে বিশেষ সুবিধাও দিচ্ছে মিনিস্টার গ্রুপ। সহজ কিস্তিতে ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে মিনিস্টারের পণ্য।

এছাড়া পুরোনো দিলে নতুন মেলে অফার তো আছেই । যেকোন পুরোনো এসি বদলে মিনিস্টার এসি নিলে পাচ্ছেন ৩০ শতাংশ মূল্যছাড়।  মিনিস্টারের https://ministerbd.net  এই ঠিকানায় কিংবা ০৯৬০৬৭০০৭০০ নম্বরে কল করে অর্ডার করলেই বাসায় পৌঁছে যাবে মিনিস্টারের পণ্য। এছাড়াও দেশের সব শো-রুম এবং ডিলার পয়েন্ট থেকে এই অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।