ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

নতুন রূপে যাত্রা শুরু করলো র‌্যাংগস ই-মার্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
নতুন রূপে যাত্রা শুরু করলো র‌্যাংগস ই-মার্ট

ঢাকা: র‌্যানকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান র‌্যাংগস ই-মার্ট নতুন করে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি র‍্যাংগস ইমার্টের রাজধানীর উত্তরার শোরুমে আনুষ্ঠানিকভাবে এ নতুন নাম ঘোষণা করা হয়।

একইসঙ্গে সারাদেশে র‍্যাংগস ইমার্টের ৩৫টি শোরুম এ নামে নামকরণ করা হয়েছে।  

নতুন নামে আত্মপ্রকাশের ঘোষণা দেন র‌্যাংগস ইমার্টের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব সেলস অ্যান্ড সার্ভিস সামির মুহাম্মাদ সালেহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্যামসাং বাংলাদেশের হেড অব সেলস সাদ বিন হাসান ও চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার বদরুল আলম এবং হিটাচি (বাংলাদেশ)-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

কাজী আশিক উর রহমান বলেন, নতুন এ যাত্রায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আউটলেটে উন্নত পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্রেতাকে ভালোমানের অভিজ্ঞতা দেওয়ার জন্য। শোরুম উন্নত মানসম্পন্ন করার পাশাপাশি আমাদের কর্মীদেরও আধুনিক প্রশিক্ষণ দিয়েছি। বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্যের সমাহার, সবচেয়ে ভালো ক্রয় সংক্রান্ত অভিজ্ঞতা ও সর্বোত্তম পরিসেবা-এ তিনটি বিষয়কে নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

র‍্যাংগস ইমার্ট স্যামসাং, হিটাচি, তোশিবা, প্যানাসনিক, হাইসেন্স, তোশিনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রীর ডিস্ট্রিবিউটর হিসেবে দেশব্যাপী কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।