ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’র ২০তম আসর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, জুলাই ৩, ২০২৫
শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’র ২০তম আসর

ঢাকা: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অ্যাস্ট্রোনমি প্রতিযোগিতা—‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’। এবার শুরু হচ্ছে এটির ২০তম আসর।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামস রহমান উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও রায়হান কবির সহকারী মহাব্যবস্থাপক, মার্কেটিং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

সংবাদ সম্মেলনে এ লিখিত বক্তব্য উপস্থাপন করেন মশহুরুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এ ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘ এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩শ ছাত্রছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম পাঁচ প্রতিযোগীকে বাছাই করা হবে।

ওই ৫ জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বরে রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবে।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘র জন্য আবেদন করার নিয়ম,

১৪ থেকে ১৫ বছর বয়সি স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০১০-২০১১ সাল) এর মধ্যে তারা জুনিয়র গ্রুপ।

১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০০৭-২০০৯ সাল) এর মধ্যে তারা সিনিয়র গ্রুপ।

প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

১. নিবন্ধন ফি: একশত টাকা।
২. নিবন্ধন ফি পাঠাতে হবে - বিকাশ নম্বর - ০১৯১৫-৬৫৩৬০৭

গতবারের মতো এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, এপেক্স। সে কারণে এ আয়োজনটির নাম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।