ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

হাব ও এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, এপ্রিল ১৯, ২০২৫
হাব ও এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি সই

ঢাকা: হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হজ এজেন্সিগুলোকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে হাব ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হাবের কেন্দ্রীয় অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সায়েদ গোলাম সারোয়ার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শরী’আহ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।

এই চুক্তি স্বাক্ষরের ফলে পবিত্র হজ ও ওমরাহ যাত্রীরা দেশব্যাপী এক্সিম ব্যাংকের ১৫৫টি শাখা এবং ৭৩টি উপ-শাখার মাধ্যমে হজের নিবন্ধন ফি জমা দেওয়াসহ অত্যন্ত সহজ ও সুবিধাজনকভাবে বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।