ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাজারে এলো আমলকির নতুন কোলাজেন ড্রিংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
বাজারে এলো আমলকির নতুন কোলাজেন ড্রিংক

ঢাকা: চলতি বছরের শুরুতে আমলকি হারবাল নিয়ে আসে আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিংক। তবে এবার এলো নতুন মোড়কে নতুন ধরনের কোলাজেন ড্রিংক।

এটি মূলত থাইল্যান্ডের ভেগা থাই কোম্পানি লিমিটেড এবং আমলকি হারবালের কোলাবরেশন।

এ বিষয়ে আমলকির স্বত্বাধিকারী নন্দিতা শারমীন বলেন, এটি ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে টানটান ভাব বজায় রাখে। তবে শুধু ত্বক নয়, চুল পড়া জাতীয় সমস্যা কমিয়ে গ্রোথ বাড়ায়।

এছাড়াও শরীরের জয়েন্টের ব্যথা যেমন প্রতিরোধ করে তেমনি নখ ভেঙে যাওয়ার প্রতিরোধ করতেও কাজ করে। তবে এটি পান করতে পারবেন শুধুমাত্র ৩০ বছরের বেশি বয়সীরা জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।