ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

মসজিদ পরিচ্ছন্নতায় ফ্লোর ক্লিনার লাইজলের বিশেষ ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
মসজিদ পরিচ্ছন্নতায় ফ্লোর ক্লিনার লাইজলের বিশেষ ক্যাম্পেইন

ঢাকা: বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র এ মাসকে আরও সুস্থ ও সাবলীলভাবে পালন করতে লাইজলের লক্ষ্য সারা দেশব্যাপী মসজিদের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বাড়িয়ে মসজিদে নামাজ আদায়ের আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা।

তাই এ রমজান মাসে ফ্লোর ক্লিনার লাইজল ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ নামে মাসব্যাপী মসজিদ পরিষ্কার করার কর্মসূচি করছে।

লাইজল নিজ উদ্যোগে দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশের সব বিভাগে মসজিদের পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরের মোট ৭০টি মসজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়া লাইজল রাজধানী ঢাকার ৩০টি মসজিদে নিজেদের কর্মসূচি অব্যাহত রাখবে।

‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ কর্মসূচির মাধ্যমে পবিত্র এ রমজান মাসে লাইজল সামাজিক সুস্থতা ও পরিচ্ছন্নতার প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছে। এ উদ্যোগের মাধ্যমে লাইজল ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার গুরুত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসকে প্রচার করছে।

রেকিট বেনকিজারের (বাংলাদেশ) মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, রমজান মাসে নিয়মিত নামাজ আদায়, ইফতার আয়োজন, কোরআন তিলওয়াত ও তারাবিহ নামাজের জন্য মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে। মুসল্লিদের এ কর্মচঞ্চলতা বাড়ার ফলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। এ কর্মসূচির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে খাদেমদের সহায়তা করছি। এবার দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে লাইজল চায় পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে।

লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন পণ্য, স্বাস্থ্য ও পুষ্টিগত ব্র্যান্ডের জন্য বিখ্যাত। উদ্ভাবনী পণ্য ও নানা উদ্যোগের মাধ্যমে মানবজীবনকে উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সব সময় সমাজের উন্নয়ন সাধনে ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ এমন কাজকে অগ্রাধিকার দেয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।