ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ডেঙ্গু প্রতিরোধে আইইউবির সচেতনতা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, আগস্ট ১৪, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে আইইউবির সচেতনতা কর্মসূচি

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের উদ্যোগে রোববার (১৩ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে দিনভর সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়।  

এর অংশ হিসেবে দুপুরে একটি সচেতনতামূলক র‌্যালি আইইউবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আইইউবির বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মকর্তা বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এ র‌্যালিতে অংশ নেন।  

আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, সহ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার, স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. জেএমএ হান্নান এ কর্মসূচিতে যোগ দেন।

পাশাপাশি আইইউবির উদ্যোগে ঝোপঝাড়, ড্রেন ও খানাখন্দে জমে থাকা পানিতে ফগার এবং স্প্রের সাহায্যে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এছাড়া বসুন্ধরা এলাকার পথচারী ও বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আইইউবির শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।