ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন’ পুরস্কার পেল বেঙ্গল পলিমার ওয়্যারস্

করপোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
‘সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন’ পুরস্কার পেল বেঙ্গল পলিমার ওয়্যারস্

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেঙ্গল পলিমার ওয়্যারস্ লিমিটেড প্রিমিয়ার প্যাভিলিয়ান ক্যাটাগরিতে ২য় পুরস্কারে পুরস্কৃত হয়।  

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ -এর সমাপনী আয়োজন করা হয় বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে, যেখানে এই পুরস্কারটি হস্তান্তরিত করা হয়।

 

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন হেড অব মার্কেটিং জোহেব আহমেদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচিত শ্রেষ্ঠ প্যাভিলিয়ান সমূহকে পুরস্কার বিতরণ করেন।
প্যাভিলিয়ান ডিজাইনে আধুনিকতা ও নতুনত্বের জন্যে এই পুরস্কারটি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।