ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপকূল থেকে উপকূল

মেঘনা-তেতুলিয়ায় ১৫ দিন মাছ শিকার নিষিদ্ধ

ভোলা ও লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
মেঘনা-তেতুলিয়ায় ১৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ইলিশের প্রজনন মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষে সরকারিভাবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।



এ সময় ইলিশের ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ থাকবে।

সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পুলিশ ও কোস্টগার্ড ইলিশ সংরক্ষণের এ অভিযানে অংশ নেবে।

এদিকে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে মেঘনা ও তেতুলিয়া জলসীমার বিভিন্ন এলাকায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে।

অনেক জায়গায় বরফ কলগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও সমন্বিত অভিযান পরিচালনা ও অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করা হবে।

আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় মা ইলিশ ডিম ছাড়ে। পূর্ণিমাসহ মোট ১৫ দিনকে ইলিশের ভরা প্রজনন হিসেবে ধরা হয়েছে। তাই এ সময়ে মেঘনা-তেতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।