ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

গ্রীষ্মের উত্তাপে পুড়ছে সিরাজগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
গ্রীষ্মের উত্তাপে পুড়ছে সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ: গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে পুড়ছে সিরাজগঞ্জ। প্রখর রোদ ও ঊর্ধ্বমুখী তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

রোববার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধীরে ধীরে রোদের প্রখরতা বাড়তে থাকে। এতে শ্রমজীবী মানুষের কষ্টের সীমা নেই। বিশেষ করে রিকশা ও ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, তাঁত শ্রমিকদের হাঁসফাঁস অবস্থা। বিপাকে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরাও।  

সিরাজগঞ্জ পৌর এলাকায় ভ্যানচালক আমিনুল, বিপ্লব ও রফিকুল বলেন, গরমে কাজ করা যাচ্ছে না। একটা ভাড়া নিয়ে গেলে দ্বিতীয় ভাড়া নিতে ইচ্ছে করছে না।

ফুটপাতের ব্যবসায়ী আলম বলেন, ঈদের বাজার হলেও কাস্টমার নেই। রোদে আমাদের দাঁড়িয়ে থাকাই কষ্ট হচ্ছে।  

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, পশ্চিমা লঘুচাপের পাশাপাশি বাতাসের আদ্রতা বাড়তে থাকায় গরমের তীব্রতা বাড়ছে। শনিবার (২৩ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরও বেড়েছে। সন্ধ্যায় তাপমাত্রা রেকর্ড করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।