ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি, তীব্র হচ্ছে তাপদাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, মার্চ ২৩, ২০২১
তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি, তীব্র হচ্ছে তাপদাহ প্রতীকী ছবি

ঢাকা: প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছেই। যার ধারাবাহিকতায় থার্মোমিটারের পারদ উপরে উঠে গিয়ে ঠেকলো ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

ফলে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা তাপদাহ তীব্র হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গ্রীষ্মকাল আসার আগেই এবার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেল। মঙ্গলবার (২৩ মার্চ) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ঢাকাতেও সব রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রা পোঁছায় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অর্থাৎ রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। যা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (২৪ মার্চ) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পূর্বভাসে বলা হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী দু’দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
ইইউডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।