ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নানা আয়োজনে কক্সবাজারে পালিত বিশ্ব জলাভূমি দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, ফেব্রুয়ারি ৩, ২০২০
নানা আয়োজনে কক্সবাজারে পালিত বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবসে কক্সবাজারে পথসভা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: ‘জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি সংরক্ষণ করি’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে পালন করা হয়েছে বিশ্ব জলাভূমি দিবস।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে কক্সবাজারে পথসভা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'এনভায়রনমেন্ট পিপল'।  

বিকেলে কক্সবাজার প্রেসক্লাবের সামনে পথসভার আয়োজন করে সংগঠনটি।

পরে সেখান থেকে শুরু হওয়া এক র‌্যালি শহরের রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে এসে শেষ হয়।  

র‌্যালি শেষে রিপোটার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রধান নির্বাহী রাশেদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পিপলস ফোরাম এর সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, পরিচালক আজিম নিহাদ, মোহাম্মদ হোসাইন ও জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক সাহেদ মিজান।  

সভায় বক্তারা বলেন, দেশের মোট আয়তনের প্রায় ৫০ ভাগ জলাভূমি। হাজারো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ জলাভূমির ওপর নির্ভরশীল। জলাভূমি বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা পাবে। জলাভূমি মানুষের খাদ্যের জোগান দেওয়ার পাশাপাশি নানা প্রজাতির বন্য প্রাণী ও পাখি জলাভূমি থেকে খাদ্য সংগ্রহ করে। কিন্তু অতি গুরুত্বপূর্ণ এ জলাভূমি আজ নানা কারণে হুমকির মুখে।

সভায় অকারণে জলাভূমি ভরাট না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।