ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

কুবিতে অভয়ারণ্যের বৃক্ষরোপণ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
কুবিতে অভয়ারণ্যের বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুবি: ‘প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত’ স্লোগানে উজ্জীবিত সংগঠন `অভয়ারণ্য’  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোগে ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।  

সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কাঁঠাল তলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।  

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী, কলা অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল লতিফ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ ‘অভয়ারণ্য’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ ইকবালসহ অন্যান্য নেতা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

 

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।