ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় মেঘলা আকাশ, ভ্যাপসা গরম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪২, জুন ১৯, ২০১৭
খুলনায় মেঘলা আকাশ, ভ্যাপসা গরম খুলনায় মেঘলা আকাশ, ভ্যাপসা গরম- ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শহর জুড়ে পড়েছে ভ্যাপসা গরম। মাঝে মাঝে সূর্য উঠতে চাইলে মেঘ তা ঢেকে দিচ্ছে।

সোমবার (১৯ জুন) সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে ভ্যাপসা গরম থাকায় জনজীবনে দুর্বিসহ হয়ে উঠেছে।
 
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, আকাশ মেঘে ভরা।

যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নদীবন্দরগুলোকে ১ নং সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা,  জুন ১৯, ২০১৭
এমআরএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।