ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু চুক্তি: যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় বাংলাদেশ হতাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
জলবায়ু চুক্তি: যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় বাংলাদেশ হতাশ প্রতীকী ছবি

ঢাকা: প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র  বের হয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ হতাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে বিশ্বকে আগামী প্রজন্মের কাছে সবুজ ও নিরাপদ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো নেতৃত্বদানকারী পার্টনারকে আমরা হারাচ্ছি।

১৬ কোটি মানুষের দেশ জলবায়ু সংকটের সবচেয়ে বড় শিকার। আমরা সবসময় প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।

শুধু তাই নয়, বাংলাদেশ দেশে এবং বিদেশে আমাদের বন্ধু ও পার্টনারদের সঙ্গে নিয়ে জলবায়ু সংকটের হুমকি মোকাবেলায় কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
কেজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।