ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

কক্সবাজার ছুঁয়েছে মোরা, দাবি স্থানীয় আবহাওয়া অফিসের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
কক্সবাজার ছুঁয়েছে মোরা, দাবি স্থানীয় আবহাওয়া অফিসের ঘূর্ণিঝড় মোরা

কক্সবাজার থেকে: কক্সবাজার উপকূল ছুঁয়ে উত্তরে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মোরা। মঙ্গলবার (৩০ মে) ভোর পৌনে ৬টার দিকে এটি কক্সবাজার উপকূলে পৌছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নাজমুল হক।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বাংলানিউজকে বলেন, ঝড়টি ৪৬ কিলোমিটার গতিতে কক্সবাজার উপকূল অতিক্রম করছে। তবে টেকনাফ ও সেন্টমার্টিনে এর গতিবেগ ১শ’ কিলোমিটারের ওপরে।

আমরা ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা চালাচ্ছি।

তবে ঢাকাস্থ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ভোর পৌনে ৬টায় বাংলানিউজকে বলেন, ঝড়টি এখনো কক্সবাজার থেকে দেড়শ’ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে টেকনাফে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

হারিকেন নিউজের সর্বশেষ স্যাটেলাইট ইমেজ অনুযায়ী, ঘণ্টায় মাত্র ১৬ কিলোমিটার গতিতে টেকনাফ থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে মোরা।

তবে মাঝারি শক্তির এই ঝড়ের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।