ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঢাকার সঙ্গে মিল নেই কক্সবাজার আবহাওয়া অফিসের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, মে ২৯, ২০১৭
ঢাকার সঙ্গে মিল নেই কক্সবাজার আবহাওয়া অফিসের ঘূর্ণিঝড় মোরা

কক্সবাজার থেকে: ঘূর্ণিঝড় মোরা এরইমধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে বলে দাবি করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। সেখানকার আবহাওয়াবিদ নাজমুল হক বলেছেন, ভোররাত সাড়ে চারটার দিকে ঘূর্ণিঝড়টি ৩০ থেকে ৩৬ কিলোমিটার গতিতে ‍কক্সবাজার অতিক্রম করে।

একই সময়ে বিশেষ বুলেটিনে কেন্দ্রীয় আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি ভোর ৬টার দিকে কক্সবাজার-কুতুবদিয়া হয়ে ভূ-ভাগের ওপর চলে যাবে।

দুই আবহাওয়া অভিসের ভিন্ন তথ্য সংশ্লিষ্টদের ভাবনায় ফেলে দিয়েছে।

এদেকে এ রিপোর্ট লেখার সময়ে পর্যটন নগরী কক্সবাজারে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ঝরছিলো।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।