ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পঞ্চগড়ে ধরা পড়েছে অসুস্থ শকুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পঞ্চগড়ে ধরা পড়েছে অসুস্থ শকুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ে একটি শকুন ধরা পড়েছে। অসুস্থ ও ক্ষুধার্থ হওয়ায় উড়তে পারছে না শকুনটি।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার পঞ্চগড় পৌরসভার ডিস্টিলারিজ খালপাড়া এলাকা থেকে স্থানীয়রা শকুনটি ধরেন।

পঞ্চগড়ের বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়েছি। শকুনটিকে উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচণ্ড ঠাণ্ডার কারণে সেখান থেকে এ শকুন উড়ে আসতে পারে। শকুনটি উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।