ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাদুল্যাপুরে ‘অসুস্থ’ শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, ডিসেম্বর ২৩, ২০১৫
সাদুল্যাপুরে ‘অসুস্থ’ শকুন উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অসুস্থ অবস্থায় ১০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।
  
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।

  
  
পরে, দুপুরে সাদুল্যাপুর উপজেলা বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করা হয়েছে। সেখানে শকুনটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
  
উদ্ধারকারী দলের সদস্য আল-আমিন ও অপু বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেলে উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামে শকুনটি দেখতে পাই। পরে আজ সকালে স্থানীয় লোকজনের সহায়তায় শকুনটি উদ্ধার করি।    
  
সাদুল্যাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা রেজাউল করীম বাংলানিউজকে বলেন, শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসা দেওয়া হচ্ছে।  
  
তিনি আরও বলেন, শকুন সংরক্ষণের কোনো ব্যবস্থা গাইবান্ধায় না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শকুনটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী রেঞ্জে পাঠানো হবে।    
  
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫       
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।