ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মৌসুমের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে সিলেট 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মে ২৮, ২০২৫
মৌসুমের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে সিলেট 

সিলেট: মৌসুমের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রায় পুড়েছে সিলেট। মঙ্গলবার (২৭ মে) ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।

যা চলতি বছরের এ মৌসুমে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার (২৬ মে) রাতে বৃষ্টি হলেও মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে গরম বাড়তে থাকে। তাপমাত্রা বাড়ার কারণে অসহনীয় গরমে নগরজীবনে স্থবিরতা দেখা দেয়। এদিন বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এতে জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  

গরমের তীব্রতায় বেলা বাড়ায় দুর্ভোগে পড়েন শ্রমজীবীরা। এছাড়া প্রয়োজন ছাড়া অনেকে ঘর হতে বের হননি। তবে অফিস-আদালত চলছে যথা নিয়মে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে দিনমজুর, রিকশাচালকদের। তীব্র রোদ উপেক্ষা করেই তাদের দৈনন্দিন কাজ করতে হয়।  

রিকশাচালক আফজাল মিয়া (৫০) বলেন, পেটের তাগিদে রিকশা চালাচ্ছি। তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে। ’ 

গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।  

জিন্দাবাজার পয়েন্টে শরবত বিক্রেতা বিলাল উদ্দিন বলেন, প্রতি গ্লাস শরবত ১০ টাকা করে বিক্রি করছি। তৃষ্ণার্ত মানুষজন অনেকে ২/৩ গ্লাস করেও লেবুর শরবত পান করেন। পথচারীরাও শরবত পান করেন হরহামেশা। তীব্র গরম পড়ায় শরবত বেশি বিক্রি হচ্ছে।  

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে মঙ্গলবার বিকেল ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। বুধবার (২৮ মে) থেকে তাপমাত্রা কমতে পারে।

এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।