ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় হাওরে বাপার অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় হাওরে বাপার অবস্থান

হবিগঞ্জ: জলবায়ু ন্যায্যতা, কৃষি, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে হবিগঞ্জের হাওরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) জেলার লাখাই উপজেলায় সুতাং নদীর বাঁকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও লাখাই প্রেসক্লাব এ কর্মসূচি পালন করে।

বক্তারা বলেন, হাওরে কলকারখানা স্থাপনের কারণে জমির পরিমাণ কমে যাওয়ার সঙ্গে মাটি, পানি ও বাতাস দূষিত হচ্ছে।  

হাওরের বুকে যত্রতত্র সড়ক নির্মাণের ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত ও পরিবেশ-প্রতিবেশ এবং প্রকৃতির ক্ষতি হচ্ছে জানিয়ে তারা বলেন, হাওরের আয়তনসহ ফসল উৎপাদন কমে যাচ্ছে। দেশীয় মাছ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নদী-খাল-বিলে নিক্ষেপ করা অপরিশোধিত বর্জ্য জীবিকায় আঘাত হানছে। শিগগির এ সমস্যার নিরসন করা জরুরি।

হাওরাঞ্চলে বসবাসকারী ক্ষতিগ্রস্ত জেলে, কৃষক, মাঝিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।

বাপা হবিগঞ্জের সহ সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাংবাদিক রুহুল হাসান শরীফ, লাখাই প্রেসক্লাবের সভাপতি আলী নেওয়াজ প্রমুখ।

মূল বক্তব্য দেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটার কিপার্স তোফাজ্জল সোহেল।

স্বাগত বক্তব্য দেন বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন।

লাখাইয়ে নৌকার মাঝি মো. আহমেদ বলেন, হাওরের এই অঞ্চলে বর্ষাকালে বিভিন্ন স্থানে নৌকা দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করতাম আমরা। গত কয়েক বছর ধরে সুতাং নদীসহ হাওরের পানিতে খুব দুর্গন্ধ হয়। দূষণের জন্য নৌকা চালাতে কষ্ট হয়।

কৃষক কাছম আলী বলেন, বংশ-পরম্পরায় কৃষিকাজ আমাদের পেশা। দূষণ আমাদের মাটি খেয়ে ফেলেছে। ফসল লাগাই, কিন্তু ফলন হয় না।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।