ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ডিমলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ডিমলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড সংগৃহীত ছবি

নীলফামারী: দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৬১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। এছাড়া জেলা সদরে ৪৮ মিলিমিটার ও সৈয়দপুরে ৯০ মিলিমিটার।

তিস্তা অববাহিকা ডালিয়ায় ৭৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে গোটা নীলফামারীতে। বৃষ্টিপাতের কারণে নিম্ন আয়ের মানুষেরা বেকায়দায় পড়েছেন। লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সৈয়দপুর-ঢাকা রুটেও বিমান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।