ঢাকা, রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

ক্যারিয়ার

ডাচ্-বাংলা ব্যাংকে ১৪ পদে চাকরি, বয়সসীমা ৫৫

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
ডাচ্-বাংলা ব্যাংকে ১৪ পদে চাকরি, বয়সসীমা ৫৫

বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৪টি পদে ঊর্ধ্বতন কর্মকর্তা নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ

১. জেনারেল সার্ভিস (জিএসডি)
২. ট্রেজারি (ফ্রন্ট অফিস)
৩. মোবাইল ব্যাংকিং (এমএফএস)
৪. অ্যাজেন্ট ব্যাংকিং (এবিডি)
৫. রিটেইল বিজনেস (আরবিডি)
৬. আইডি (ট্রেজারি ব্যাক অফিস)
৭. এসএমই
৮. ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন (করপোরেট/এসএমই/রিটেইল)
৯. স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)
১০. কেন্দ্রীয় ট্রেড সার্ভিস (সিটিএস)
১১. মানবসম্পদ
১২. রিস্ক ম্যানেজমেন্ট (আরএমডি)
১৩. ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (করপোরেট/এসএমই/রিটেইল)
১৪. করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা

স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরে বয়স সর্বোচ্চ বয়স ৫৫ বছর।

বেতন ও যোগ্যতা

বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে। যোগ্য প্রার্থীরা যেকোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে, কোনো কারণ দর্শানো ব্যতীত সব পদের জন্য আবেদন বাতিল বলে গণ্য হবে। চাকরিপ্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করা হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

যেভাবে আবেদন

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটের- মাধ্যমে আবেদন করতে হবে। সম্প্রতি তোলা স্ক্যান করা ছবিসহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং সর্বশেষ পে-স্লিপের স্ক্যান করা কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।