ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাজেট

খাগড়াছড়ি পৌরসভায় ১১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
খাগড়াছড়ি পৌরসভায় ১১৬ কোটি টাকার বাজেট ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভায় ২০১৬-২০১৭ অর্থ বছরে ১১৬ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৬৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২৯ জুন) সকালে পৌর সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. রফিকুল আলম।

প্রকল্প ও মঞ্জুরী সাহায্য নির্ভর এ বাজেটে সর্ব্বোচ গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ণ খাতে। এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ১০৫ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৮২ টাকা। বাকি টাকা রয়েছে সাধারণ সংস্থাপন, পরিচালনা ও রক্ষনাবেক্ষণ, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব পারভীন আক্তার, নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, টিএলসিসি এবং ডাব্লিউ এলসিসির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।