ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বাজেট

মুখ থুবড়ে পড়বে রিহ্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জুন ৩, ২০১৬
মুখ থুবড়ে পড়বে রিহ্যাব

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ১৩টি প্রস্তাবনা বিবেচনা না করায় এই শিল্প মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হতাশার খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঘোষিত প্রস্তাবিত বাজেটে আবাসন শিল্প রক্ষার্থে আমাদের দাবির পক্ষে কোন প্রতিফলন পাওয়া যায়নি।

উপরন্তু এই বাজেট ঘোষণায় আবাসন খাতে প্রস্তাবিত আয়করের পরিমাণ পরিবর্তনের ফলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের মৌলিক অধিকার বাসস্থানের জন্য ব্যয় বেড়ে যাবে।

ফলশ্রুতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ২ কোটি মানুষের আয়ের এ খাতটি আরো মুখ থুবড়ে পড়তে পারে। আর আবাসন খাতের এই সংকট ২৬৯টি লিংকেজ শিল্পকে আরো সংকটে ফেলবে। প্রস্তাবিত জাতীয় বাজেট পাশ করার পূর্বে রিহ্যাবের ১৩ দফা দাবি বিবেচনার জন্য জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ৩, ২০১৬
এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।