ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বাজেট

বাজেটে পর্যটনে বরাদ্দ ১০০ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ২, ২০১৬
বাজেটে পর্যটনে বরাদ্দ ১০০ কোটি

ঢাকা: আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে বাজেটে ১০০ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বলা হয়, পর্যটন শিল্পের প্রচার ও বিপণন এবং স্থানীয় পর্যায়ে পর্যটন শিল্প সম্পর্কে সচেতনতা তৈরি এবং পর্যটন স্পটসমূহের উন্নয়নে জন্য ১০০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্যে মন্ত্রী বলেন, কক্সবাজারে বিনোদন ভিলেজ ও আন্তর্জাতিক মানের ট্যুরিজম কমপ্লেক্স ও সিলেটে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য সেবা-সুবিধা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য এ বাজেটে ১০০ কোটি টাকা পর্যটনের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।