ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বাজেট

রফতানিতে নগদ সহায়তার ওপর কর কমেছে

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ৫, ২০১৪
রফতানিতে নগদ সহায়তার ওপর কর কমেছে

ঢাকা: রফতানি খাতকে উৎসাহিত করতে সরকার কর্তৃক প্রদত্ত নগদ সহায়তার ওপর উৎসে কর কর্তনের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব দেন।


 
বাজেট বক্তৃতায় তিনি বলেন, রফতানি খাতকে আন্তর্জাতিক বাজারে বেশি প্রতিযোগিতা করতে পোশাক শিল্প খাতের রফতানির ওপর অগ্রিম আয়কর ০.৮০ শতাংশ থেকে কমিয়ে ০.৩০ শতাংশ এবং অন্যান্য সকল রফতানির ক্ষেত্রে অগ্রিম আযকর ০.৮০ শতাংশ থেকে কমিয়ে ০.৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা অগামী ৩০ জুন ২০১৫ পর্যন্ত বহাল থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।