ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বাজেট

প্রিয় পোশাকে অর্থমন্ত্রী

এসএম আব্বাস ও শাহজাহান মোল্লা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
প্রিয় পোশাকে অর্থমন্ত্রী ছবি: পিআইডি

সংসদ ভবন থেকে: প্রিয় পোশাক ঘিয়া রঙের পাঞ্জাবি আর কালো মুজিব কোট পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরুর কয়েক মুহূর্ত আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ অধিবেশনে ঢোকার সময় তার পিছু পিছু হাটেন অর্থমন্ত্রী।



এসময়ে অর্থমন্ত্রীর সম্বল ছিল একটি সুটকেস ও গরম পানি ভর্তি একটি ছোট ফ্লাক্স। বেশ উচ্ছ্বাসিতও দেখা যায় তাকে।

অধিবেশন শুরুর কয়েক মিনিট আগে ছয়তলার লিফটে তাকে দেখা যায় শুধু পাঞ্জাবিতে। দ্রুত নিচে যাচ্ছিলেন অধিবেশনে যোগ দিতে।

বাজেট বক্তৃতার প্রথম ও দ্বিতীয় অংশ অর্থমন্ত্রী পড়ে শোনান।

এছাড়া তৃতীয় অংশের কিছু অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়। বক্তৃতার চতুর্থ অংশের পুরোটাই স্ক্রিনের মাধ্যমে উপস্থাপন করা হয়। শারীরিক কারণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কখনো দাড়িয়ে আবার কখনো বসে বাজেট বক্তৃতা করেন। এর আগে স্পিকার শিরীন শারমীন চৌধুরী তাকে বসে বাজেট পেশ করার অনুমতি দেন। এসময় স্পিকার অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি দাঁড়িয়ে বা বসে বক্তব্য রাখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।